ডিসেম্বর ২২, ২০২৪

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাইট ইস্যুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি। এজন্য বিএসইসি অপারগতা প্রকাশ করেছে।

রাইট ইস্যুর প্রস্তাব অনুমোদন না দেওয়ার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, সিআইবি রিপোর্টে সমস্যা থাকায় বিএসইসি উপরোক্ত রাইট ইস্যু অনুমোদন করেনি।

জানা গেছে, মূলধন শক্তিশালী করতে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়ে ছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...