নভেম্বর ১৬, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার (৩১ জানুয়ারি) চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর ২২) আর্থিক হিসাব প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশের ব্যবসায় পতন হয়েছে। এছাড়া ৩০ শতাংশ কোম্পানির লোকসান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন আর্থিক হিসাব প্রকাশ করা ৯৮টি কোম্পানির মধ্যে ৩২টির বা ৩২.৬৫ শতাংশ কোম্পানির প্রথমার্ধে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে (এরমধ্যে ৬টি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরেছে)। এছাড়া ৫৬টি বা ৫৭.১৪ শতাংশ কোম্পানির মুনাফা কমেছে (এরমধ্যে ২০টি মুনাফা থেকে লোকসানে নেমেছে), ৩টি বা ৩.০৬ শতাংশ কোম্পানির লোকসান বেড়েছে এবং বাকি ৭টি ৭.১৪ শতাংশ কোম্পানির লোকসান কমেছে।

ওই ৯৮টি কোম্পানির মধ্যে ৩০টি বা ৩০.৬১ শতাংশ কোম্পানির চলতি অর্থবছরের প্রথমার্ধে লোকসান হয়েছে।

নিম্নে কোম্পানিগুলোর প্রথমার্ধের শেয়ারপ্রতি মুনাফা/লোকসানের তথ্য প্রকাশ করা হল-

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...