ডিসেম্বর ২৩, ২০২৪

চীন এবং দক্ষিণ এশিয়ার দেশ গুলোর সাথে সাংস্কৃতিক বোঝাপড়া, অর্থনৈতিক সহযোগিতা, মানুষে মানুষে আদান-প্রদান বৃদ্ধি এবং উন্নয়ন করার লক্ষে “৮ম চীন-দক্ষিণ এশিয়া ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ফোরাম” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার ফোরামটি চিয়াংশি প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিস এর মহাপরিচালক ফান ইয়ং এর সভাপতিত্বে চীনের চিয়াংশি প্রদেশের রাজধানী নানছাং শহরে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের আমন্ত্রণে বাংলাদেশের একটি প্রতিনিধি দল এই ফোরামে অংশগ্রহণ করেন।

দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এর স্পন্সরে ফোরামটি চিয়াংশি প্রভিন্সিয়াল পিপলস গভর্নমেন্ট এবং অর্গানাইজেশন ফর সাউথ এশিয়া রিজিওনাল ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশন উইথ চায়না যৌথভাবে আয়োজন করে। আয়োজন সহযোগিতা করে, চিয়াংশি প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস।

চিয়াংশি প্রাদেশিক জনগণের সরকারের ভাইস গভর্নর শিয়া ওয়েন ইয়ং, চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এর ভাইস প্রেসিডেন্ট চিয়াং চিয়াং, অর্গানাইজেশন ফর সাউথ এশিয়া রিজিওনাল ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন উইথ চায়না এর প্রেসিডেন্ট অনুপ ভট্টরাই, চীনে নেপাল দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন সুরেন্দ্র কুমার ইয়াদাবো ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এর আমন্ত্রণে বাংলাদেশ-চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণযোগাযোগ কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন মিয়া, বাংলাদেশ-চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণযোগাযোগ কেন্দ্রের সদস্য আব্দুল আজিম, এবং চিয়াংশি প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা ফোরামে অংশ নেন।

ফোরাম চলাকালীন একযোগে তিনটি সাব-ফোরাম অনুষ্ঠিত হয়, যেখানে অতিথিরা মতবিনিময় করেন। তারা চীন ও দক্ষিণ এশিয়ার সাধারণ উন্নয়নের জন্য নতুন চালিকা শক্তি গড়ে তোলা, চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যে জনগণের মধ্যে জনগণের জন্য নতুন অগ্রগতি এবং সাংস্কৃতিক বিনিময়, এবং চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যে বন্ধুত্বের শহর সহযোগিতার জন্য একটি নতুন অধ্যায় রচনা করার মতো বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং চীনের বিভিন্ন প্রদেশের ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, দক্ষিণ এশিয়া ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রধান, চীনে দক্ষিণ এশিয়ার দেশগুলির দূতগণ, ব্যবসায়ী প্রতিনিধি এবং আন্তর্জাতিক ছাত্রদের প্রতিনিধি সহ ১২০ জনেরও বেশি প্রতিনিধি এই ফোরামে অংশগ্রহণ করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...