নভেম্বর ১৫, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খােতর ৬ কোম্পানিকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার ২ জানুয়ারি থেকে কোম্পানিগুলো ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

কোম্পানিগুলো হচ্ছে,  এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, কুইন সাউথ টেক্সটাইল, এস.এস স্টিল, ফরচুন সুজ, ভিএফএস থ্রেড ডাইং ও স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজ সোমবার ১ জানুয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।ে

সূত্র মতে জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন ৫ শতাংশ নগদ লভ্যাংশ, কুইন সাউথ টেক্সটাইল ৬ শতাংশ, এস.এস স্টিল ২ শতাংশ, ফরচুন সুজ ৫ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইং ২ শতাংশ ও স্যালভো কেমিক্যাল ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...