অক্টোবর ১৮, ২০২৪

ইসরাইলি সেনাদের বিমান হামলায় এ পর্যন্ত ৬০ জনের বেশি বন্দী নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা।

শনিবার সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। গাজার সরকারি কর্মকর্তারাও এই তথ্য নিশ্চিত করেছেন। খবর- পার্সটুডে

আবু উবাইদা বলেন, ৭ অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরাইলের বর্বর হামলায় গাজায় ৬০ জনের বেশি বন্দি মারা গেছে। এর মধ্যে ২৩ জনের মৃতদেহ ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে। ইসরাইলের এই বর্বর বোমা হামলা অব্যাহত থাকলে হামাসের পক্ষে এসব মৃতদেহ উদ্ধার করা সম্ভব হবে না বলে তিনি উল্লেখ করেন।

গত ৭ অক্টোবর হামাস এবং জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে এবং ওই দিন ফিলিস্তিনি যোদ্ধারা অন্তত আড়াইশ ব্যক্তিকে গজায় ধরে নিয়ে যায়। এরপর ২৮ অক্টোবর হামাসের অন্যতম শীর্ষ নেতা ইয়াহিয়া সিনাওয়ার বলেন, ইসরাইলের সাথে তারা দ্রুত বন্দী বিনিময় চুক্তি বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, বন্দী বিনিময়ের ব্যাপারে আলোচনা হলেও ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনড় অবস্থানের কারণে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।ইসরাইলি হামলায়: হামাস

ইসরাইলি সেনাদের বিমান হামলায় এ পর্যন্ত ৬০ জনের বেশি বন্দী নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা।

শনিবার সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। গাজার সরকারি কর্মকর্তারাও এই তথ্য নিশ্চিত করেছেন। খবর- পার্সটুডে

আবু উবাইদা বলেন, ৭ অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরাইলের বর্বর হামলায় গাজায় ৬০ জনের বেশি বন্দি মারা গেছে। এর মধ্যে ২৩ জনের মৃতদেহ ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে। ইসরাইলের এই বর্বর বোমা হামলা অব্যাহত থাকলে হামাসের পক্ষে এসব মৃতদেহ উদ্ধার করা সম্ভব হবে না বলে তিনি উল্লেখ করেন।

গত ৭ অক্টোবর হামাস এবং জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে এবং ওই দিন ফিলিস্তিনি যোদ্ধারা অন্তত আড়াইশ ব্যক্তিকে গজায় ধরে নিয়ে যায়। এরপর ২৮ অক্টোবর হামাসের অন্যতম শীর্ষ নেতা ইয়াহিয়া সিনাওয়ার বলেন, ইসরাইলের সাথে তারা দ্রুত বন্দী বিনিময় চুক্তি বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, বন্দী বিনিময়ের ব্যাপারে আলোচনা হলেও ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনড় অবস্থানের কারণে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...