জানুয়ারি ৫, ২০২৫

সাদা দেওয়ালে টাঙানো পেইন্টিং, দামি সোফা, সামনে সাজানো ফুলদানি আর রাজরানির মতো বসে মীরা রাজপুত। এমনই সাজানো-গোছানো অন্দরসজ্জার ছবি।

২০১৮ সালে মুম্বাইয়ের ওরলিতে সমুদ্রমুখী একটি ডুপ্লেতে দুই ছেলেমেয়ে নিয়ে সংসার পাতেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত। ৫০০ বর্গফুটের ওই ফ্ল্যাটটি কিনতে খরচ হয়েছিল প্রায় ৫৮ কোটি টাকা। শাহিদ-মীরা এই সাধের ফ্ল্যাটে বসেই দীপাবলি থেকে দেওর ঈশানের জন্মদিন, অনেক স্মৃতি সাজিয়েছেন।

এবার সেই ফ্ল্যাট নাকি ছেড়ে দিচ্ছেন তারা। আগামী পাঁচ বছরের জন্য ফ্ল্যাটটি ভাড়া দিয়েছে। ১.২৩ কোটি টাকার প্রাথমিক আমানত ছাড়াও প্রতি মাসে ২০.৫ লাখ টাকা ভাড়া পাবেন শাহিদ। মাসিক এই ভাড়ার অঙ্কটিও ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

৫ বছর মেয়াদ শেষে অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া দাঁড়াবে ২৩.৯৮ লাখ টাকা। শাহিদের এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন এক নামী বহুজাতিক সংস্থার কর্মকর্তা।

কিন্তু হঠাৎ বাসা বদল করলেন কেন শাহিদ, তা নিয়ে উঠেছে প্রশ্ন। গত পাঁচ বছরে এখনও পর্যন্ত শাহিদের সবচেয়ে বড় হিট ‘কবীর সিংহ’। তার পর বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে। তবে কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি। এছাড়া ওটিটি সিরিজ ‘ফার্জি’-তে দেখা গিয়েছে তাকে। অর্থনৈতিক কারণেই কি বাসা বদল করলেন শাহিদ, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে!

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...