জানুয়ারি ২৪, ২০২৫

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউজের গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেফতার ৮ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের আসামিরা হলেন- সহকারী রাজস্ব মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ, আকরাম শেখ, মো. মাসুম রানা এবং সিপাহি মো. মোজাম্মেল হক, মো. নিয়ামত হাওলাদার, মো. রেজাউল করিম এবং মো. আফজাল হোসেন।

গত ২ সেপ্টেম্বর কাস্টম হাউজের নিজস্ব গুদামের ভল্ট থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়। মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...