জানুয়ারি ২৩, ২০২৫

হঠাৎ রাশিয়ার একটি নৌবহর চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরে এসেছে। গত ৫০ বছরে এই প্রথম কোনো রুশ যুদ্ধজাহাজ বাংলাদেশের বন্দরে এলো। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এসব তথ্য জানিয়েছে। ঢাকায় রাশিয়ার দূতাবাসও সমকালের কাছে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ১৯৭২ সালে মাইন অপসারণের জন্য চট্টগ্রাম বন্দরে এসেছিল ‍রুশ নৌবহর।

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজার কুদরত ই খোদা মিল্লাত বলেন, ‘তিন দিনের শুভেচ্ছা সফরে একটি রাশিয়ান জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে। সব নিয়ম মেনেই এসেছে তারা।’ নৌবাহিনী এ ব্যাপারে বিস্তারিত জানবে বলে মন্তব্য করেন তিনি।

বার্তা সংস্থা তাস জানায়, প্যাসিফিক ফ্লিটের এই নৌবহরে অ্যাডমিরাল ট্রাইবুটস ও অ্যাডমিরাল প্যান্টেলেভ নামে দুটি সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ ও পেচেঙ্গা নামে একটি মহাসাগরীয় ট্যাঙ্কার রয়েছে।

বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মন্টিটস্কি বলেছেন, ৫০ বছর আগে চট্টগ্রাম নৌবন্দর থেকে মাইন অপসারণের জন্য একটি রুশ নৌবহর মোতায়েন করা হয়েছিল। সে সময় রুশ নৌবহর এসেছিল মূলত সদ্য স্বাধীন হওয়া একটি দেশকে মানবিক বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে। তার পর থেকেই মূলত চট্টগ্রাম বন্দরে সারাবিশ্ব থেকে জাহাজ চলাচলের পথ সুগম হয়।

 

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...