নভেম্বর ১৬, ২০২৪

ইউক্রেনের কারাগার থেকে রাশিয়ার তিন পাইলট মুক্তি লাভ করেছেন এবং তারা এরইমধ্যে দেশে ফিরে গেছেন। দেশে ফেরার পর এসব পাইলট প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন এবং তাদেরকে মনস্ততাত্বিক সহযোগিতা দেয়া হচ্ছে।

এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জটিল আলোচনা প্রক্রিয়ার মধ্যদিয়ে এই তিন পাইলটের মুক্তি নিশ্চিত করা হয়েছে। রাশিয়ার তিন পাইলট ইউক্রেনে বন্দি অবস্থায় মৃত্যুর ঝুঁকির মুখে ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

কিয়েভ জানিয়েছে, রাশিয়া থেকে তাদের ৫০ জন যোদ্ধা দেশে ফিরেছেন, যাদের সবাই ন্যাশনাল গার্ডের সদস্য।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রে আরমাক বলেছেন, রাশিয়ার কারাগার থেকে তাদের ৪৫ জন সেনা সদস্য দেশে ফিরেছেন যার মধ্যে তিনজন নারী ছিলেন।

যুদ্ধ শুরু পর থেকে এ পর্যন্ত মস্কো এবং কিয়েভ বেশ কয়েকবার বন্দী বিনিময় করেছে। বন্দি বিনিময়ের ক্ষেত্রে অনেক সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা তুরস্ক মধ্যস্থতা করেছে। পার্সটুডে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...