ডিসেম্বর ২, ২০২৪

ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ বুধবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামান এ আদেশ দেন।

এরআগে রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শমী কায়সারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-কমিশনার রওনক জাহান।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে উওরার ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের, ৫৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা স্পষ্ট করেনি পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। এছাড়া ২০২৪ সালের নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের সমর্থন চেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে আসনটি থেকে মনোনয়ন পাননি তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...