নভেম্বর ২৩, ২০২৪

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ হরতালের মধ্যে যারা বিভিন্ন পরিবহণ কিংবা স্থাপনায় আগুন দিচ্ছে তাদের ধরিয়ে দিলে কিংবা তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে নিরাপত্তা নিয়ে এক বৈঠকের পর সোমবার ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের সামনে এই পুরস্কারের ঘোষণা দেন।

তিনি বলেন, হরতাল-অবরোধে বিভিন্ন পরিবহণে আগুন দিয়ে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। যারা আগুন দিয়ে দেশে আরাজকতা সৃষ্টি করে, হত্যা করে, তাদের ধরিয়ে দিলে বা তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

যারা তথ্য দেবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে বলেও এসময় জানান উপ পুলিশ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।

জাতীয় নির্বাচনের আগে ‘সরকার পতনের’ এক দফা দাবিতে ২৮ অক্টোবর সমাবেশ ডেকেছিল বিএনপি। সেদিন নয়াপল্টনের ওই সমাবেশ উপলক্ষে সহিংসতার ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলা ও প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। নয়াপল্টন, বিজয়নগর, শান্তিনগরে দফায় দফায় হামলা পালটা হামলা ও সংঘর্ষ হয়। পরে পুলিশ বিএনপির সমাবেশে সাউন্ড গ্রেনেড ও জলকামান ছোড়ে। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। এ ঘটনায় দেশব্যাপী হরতাল ও পরে অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীরা।

২৮ অক্টোবরের পর থেকে প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও যানবাহন পোড়ানো হচ্ছে। এই সময়ে প্রাণ গেছে অন্তত ৯ জনের। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে অভয় দেওয়া হলেও সহিংসতার ঘটনা ঘটছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...