অক্টোবর ১৮, ২০২৪

বিজ রিপোর্ট

২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্য ও জার্মানিকেও ছাড়িয়ে বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বাংলাদেশ। এইচএসবিসি গ্লোবাল রিসার্চের এক প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি দশকে বাংলাদেশ তার ভোক্তা বাজারে দ্রুততম প্রবৃদ্ধি দেখতে পাবে। মানুষের মাথাপিছু আয় দাঁড়াবে দিনে ২০ ডলারের বেশি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের পাশপাশি ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়াতেও ক্রেতাদের ব্যয়ে বড় প্রবৃদ্ধি হবে।

২০৩০ সালের মধ্যে কোরিয়া এবং জাপানের সামগ্রিক বাজার কিছুটা হ্রাস পেতে পারে। বাজারের আকারের দিক থেকে চীন তার প্রভাবশালী অবস্থান ধরে রাখবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...