জানুয়ারি ৮, ২০২৫

বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাটের কারণে ২০২৭ সালের পর থেকে দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে বাংলাদেশের মানুষকে সর্বস্বান্ত করে দিয়েছে আওয়ামী লীগ। ২০২৭ সালের পর থেকে এ দেশে ভয়াবহ একটা ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস (বৈদেশিক মুদ্রা সংকট) হবে। তার মূল কারণ হলো বিদ্যুৎ।

দুনীতি আর লুটপাট করতে আওয়ামী লীগ বিদ্যুৎ ও জ্বালানির কৃত্রিম সংকট তৈরি করেছিল উল্লেখ করে তিনি বলেন, শুধু ক্যাপাসিটি চার্জের নামে ১ লাখ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। বিদ্যুৎ খাতকে তারা একটি ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল। তারা বুঝতে পেরেছিল কোনো হিসাব না দিয়ে এই খাত থেকে ‘কুইক মানি’ বানানো যায়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, চুরি, লুটপাট এ কথাগুলো নিচে পড়ে যাচ্ছে। এ কথাগুলো না বললে আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তারা যে দেশকে ধ্বংস করে দিয়েছে, সেগুলো কিন্তু মানুষ ভুলে যাবে। এ সময় ক্ষমতায় গেলে বিএনপি বিদ্যুৎ জ্বালানিসহ সব খাত রিভিউ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আওয়ামী লীগের বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাট নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ছাড়াও এতে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...