জানুয়ারি ৬, ২০২৫

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আগামীকাল (২৯ ডিসেম্বর) থেকে শুরু হবে টুর্নামেন্টের প্রথম পর্ব। খেলা মাঠে গড়ানোর আগের দিন জানা গেল টিকিটের দাম এবং সংগ্রহের স্থান।

এবারের বিপিএলে সর্বনিম্ন টিকিটের দাম ২০০ টাকা। স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখা যাবে এই টিকিট দিয়ে। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ। এই গ্যালারিতে বসে খেলা দেখতে দুই হাজার টাকা খরচ করতে হবে দর্শকদের। আজ (রোববার) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি।

স্টেডিয়ামের নর্দার্ন এবং সাউদার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়। আর উত্তর ও দক্ষিণ ক্লাব হাউজের টিকিটের মূল্য ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ এবং ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থের টিকিট মূল্য ১০০০ টাকা করে। আর ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিটের দাম ৮০০ টাকা।

সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বিকেল ৪টা থেকে। সন্ধ্যা ৭টা পর্যন্ত থাকবে টিকিট কেনার সুযোগ। এছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।

অনলাইনে টিকিট কেনা যাবে এই www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে। এছাড়া ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...