নভেম্বর ১১, ২০২৪

মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে আটলাস পর্বতমালার কাছে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর স্থায়িত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড। ওই অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। উপকূলীয় এলাকা কাসাব্লাঙ্কা, রাবাত ও ইসাওরিয়াতে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৭ এ পৌঁছেছে। এছাড়া আরও ছয় শতাধিক আহত হয়েছে। এদের মধ্যে ২০৫ জনের অবস্থা গুরুতর। ভূমিকম্পে সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে মারাকেশে।

বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, আফটারশকের ভয়ে রাত কাটাতে শত শত রাস্তায় রাত কাটিয়েছে, কেউ কেউ কম্বল গায়ে দিয়ে মাটিতে ঘুমিয়েছেন।

স্থানীয় বাসিন্দা হাউদা আউটসাফ এএফপিকে বলেন, ‘আমার পরিবারের অন্তত ১০ জন সদস্য মারা গেছেন… আমি এটা বিশ্বাস করতে পারছি না, কারণ আমি তাদের সাথে দুই দিন আগেও ছিলাম।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...