ডিসেম্বর ২৩, ২০২৪

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া দেশের ১৯টি উপজেলা নির্বাচন গতকাল রোববার (৯ জুন) অনুষ্ঠিত হয়েছে। এসব উপজেলার মধ্যে একটি বাদে প্রায় সব কটিতেই বিজয়ী প্রার্থীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শুধু ভোলার লালমোহনে বহিষ্কৃত এক বিএনপি নেতা বিজয়ী হয়েছেন।

গত ২৯ মে তৃতীয় ধাপে এসব উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে উপকূলীয় অঞ্চলের ভোটগ্রহণ স্থগিত করা হয়। ইতোমধ্যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হয়েছে। স্থগিত উপজেলাগুলোতে ভোটের মাধ্যমে শেষ হলো এবারের উপজেলা নির্বাচন।

বরিশালের গৌরনদী উপজেলায় জয়ী হয়েছেন মো. মনির হোসেন মিয়া। তিনি গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি। আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যতিন্দ্র নাথ মিস্ত্রী বিজয়ী হয়েছেন। বরগুনার পাথরঘাটায় জয় পেয়েছেন এনামুল হোসাইন। তিনি পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আর বামনায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জয় পেয়েছেন মো. বায়েজিদ। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি। নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শামছুজ্জামান তালুকদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

পটুয়াখালীর সদরে জেলা যুবলীগের সাবেক সদস্য মো. রেজাউল করিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পটুয়াখালীর মির্জাগঞ্জে চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো কাপ-পিরিচ প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খান মো. আবু বকর সিদ্দিকী। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। দুমকিতে নির্বাচিত হয়েছেন প্রবাসী আওয়ামী লীগ নেতা কাওসার আমিন হাওলাদার।

বাগেরহাটের শরণখোলায় জয়ী হয়েছেন রায়হান উদ্দিন শান্ত। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। মোংলায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের হাওলাদার। মোরেলগঞ্জ উপজেলায় নির্বাচিত হয়েছেন মো. লিয়াকত আলী খান। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

খুলনার পাইকগাছায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। ডুমুরিয়ায় পুনরায় নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য গাজী এজাজ আহমেদ। কয়রা উপজেলায় নির্বাচিত হয়েছেন জি এম মহসীন রেজা। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ভোলার লালমোহনে নির্বাচনে বিএনপি নেতা আক্তারুজ্জামান জয়ী হয়েছেন। লালমোহনে বিএনপির দুটি কমিটি আছে। এর মধ্যে একটি কমিটির সাধারণ সম্পাদক পদে আছেন আক্তারুজ্জামান। অপরদিকে ভোলার তজুমদ্দিনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান।

ঝালকাঠির রাজাপুরে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন মাহমুদ। জেলার কাঠালিয়ায় জয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. এমদাদুল হক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...