ডিসেম্বর ২৫, ২০২৪

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ১৯৯ জন মানুষকে বন্দি করেছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত সপ্তাহে ইসরায়েলে নজিরবিহীন হামলার পর তাদেরকে আটক করে হামাস।

সোমবার ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, হামাসের হাতে আটক হওয়া ‘১৯৯ বন্দির’ পরিবারের সঙ্গে সেনাবাহিনী যোগাযোগ করেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া এর আগে দেওয়া পরিসংখ্যানে হামাসের হাতে আটক বন্দির সংখ্যা ১৫৫ জন বলে জানানো হয়েছিল।

এক সংবাদ বিফ্রিংয়ে ড্যানিয়েল হাগারি আরো বলেন, ‘গাজায় জিম্মিরা কোথায় রয়েছে তা বোঝার জন্য আমরা সাহসী প্রচেষ্টা করছি। আমাদের কাছে প্রয়োজনীয় তথ্য রয়েছে।’

ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ এই মুখপাত্র আরও বলেন, ‘আমরা এমন কোনো অভিযান চালাবো না, যা আমাদের নাগরিকদের জীবন বিপন্ন করবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...