ডিসেম্বর ২৫, ২০২৪

উত্তর গ্রিসের একটি গ্রামীণ এলাকা থেকে মঙ্গলবার ১৮টি পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এরা অভিবাসী ছিল। চতুর্থ দিনের মতো ওই এলাকায় দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

উত্তর-পূর্ব এভ্রোস অঞ্চলের বিস্তীর্ণ দাদিয়া বনের কাছে মৃতদেহগুলো পাওয়া গেছে। এই বনটি মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অভিবাসীদের তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নে নদী পাড়ি দিয়ে প্রবেশের একটি জনপ্রিয় পথ।

দাদিয়া বনের কাছাকাছি বন্দর শহর আলেকজান্দ্রোপলিসে মঙ্গলবার হাসপাতালের কয়েক ডজন রোগীকে একটি ফেরিতে সরিয়ে নেওয়া হয়েছে। ওই সময় এথেন্সের উপকণ্ঠে মাউন্ট পার্নিথার পাদদেশ থেকে দাবানলের ধোঁয়ার কুণ্ডুলি দেখা গিয়েছিল।

অগ্নিনির্বাপন বাহিনী জানিয়েছে,মৃতদেহগুলি অভিবাসীদের ছিল, যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছিল। কারণ এই এলাকার কোনও বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিবাসন মন্ত্রী দিমিত্রিস কাইরিডিস বলেছেন, ‘এই দুঃখজনক ঘটনা আরও একবার অনিয়মিত অভিবাসনের বিপদ নিশ্চিত করেছে। অভিবাসীদের জীবনকে ঝুঁকিতে ফেলার জন্য তিনি চোরাচালান চক্রকে অভিযুক্ত করেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...