জানুয়ারি ২৩, ২০২৫

তিন মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক এমপি ড. আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন।

তিনি বলেন, আজকে মোট তিনটি মামলায় তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ৪ আগষ্ট মধুপুর উপজেলায় হামলার ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা ও অপর দুটি হলো মির্জাপুরে ইমন হত্যা ও টাঙ্গাইল সদরে মারুফ হত্যা মামলা। আমরা রাষ্ট্রপক্ষ রিমান্ড শুনানিতে খুবই খুশি। কিন্তু তার উপযুক্ত শাস্তি হলেই আমরা সন্তুষ্ট হব।

অপরদিকে সকাল থেকে আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান নেয়। পরে বিকাল সাড়ে ৩টার দিকে রাজ্জাককে আদালতে তোলার সময়ে তার ওপর ডিম নিক্ষেপ করে শিক্ষার্থীরা। এ সময় বৈষম্যবিরোধী নানা স্লোগান দেন তারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...