জানুয়ারি ১০, ২০২৫

আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলীয় জোটের সভা হওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানান।

গত ১৫ জুলাই দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পাঠানো এক বিবৃতিতে ১৪ দলের মতবিনিময় সভা ডাকা হয়। সভায় সভাপতিত্ব করার কথা ছিল আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদেরের।

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...