জানুয়ারি ৮, ২০২৫

সর্বশেষ নারী ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টের পরের আসর হবে ২০২৪ সালের জুলাই-আগস্টে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে।

নারী ফুটবল বিশ্বকাপের আগামী আসরে ১০০ কোটি ডলার আয়ের চিন্তা করছে আর্থিক খাতের পেশাদার প্রতিষ্ঠান ডেলয়েট। তাদের দাবি নারীদের খেলাধুলা অনেক জনপ্রিয় হয়ে ওঠায় আয়ও বৃদ্ধি পাবে।

২০২৪ সালে ১২৮ কোটি ডলার রাজস্ব আয়ের যে আনুমানিক হিসাব করা হয়েছে, তার মধ্যে ফুটবল থেকে ৫৫ কোটি ৫০ লাখ ডলার রাজস্ব আয়ের প্রত্যাশা করা হচ্ছে। তবে নারীদের খেলাধুলায় মোট রাজস্বের ৫০ শতাংশের বেশি আসছে উত্তর আমেরিকা মহাদেশ থেকে।

ডেলয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের অনুসন্ধানী বিভাগের প্রধান জেনিফার হাসকেল বলেন, ‘গত কয়েক বছরে আমরা লক্ষ্য করেছি নারীদের খেলাধুলা বিশ্বব্যাপী আরও বেড়েছে। তাতে বাণিজ্যিক মূল্যও বেড়েছে এবং যে কারণে এ খাতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন বিনিয়োগকারীরা।’

নারীদের খেলাধুলা থেকে আয় করা মোট রাজস্বের ৫০ শতাংশের বেশি অর্থ আসে বাণিজ্যিক খাত থেকে। তবে বড় অঙ্কের সম্প্রচার চুক্তি এবং ম্যাচের দিন দর্শকের সংখ্যা বাড়ায় বাণিজ্যিক খাত থেকে আয়ের হার তুলনামূলক কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...