শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্সের আর্থিক হিসাবে আন্তর্জাতিক হিসাব মানের (আইএএস) লঙ্ঘন পেয়েছে নিরীক্ষক। কোম্পানিটির ২০২২ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য বেরিয়ে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির শেয়ারবাজারে বিনিয়োগকৃত ১৩ কোটি ৪১ লাখ টাকার সঠিক মূল্য আর্থিক হিসাবে উপস্থাপন করা হয়নি। তারা ওই বিনিয়োগের ২ কোটি ৫৮ লাখ টাকার আনরিয়েলাইজড লোকসানকে ‘আদার কমপ্রেহেনসিভ ইনকাম’ এর পরিবর্তে সংরক্ষিত আয়ের সঙ্গে সমন্বয় করেছে। যা আইএএস-৩৯ এর লঙ্ঘন।
উল্লেখ্য, ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রভাতী ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০ কোটি ৩১ লাখ টাকা। এরমধ্যে ৬৯.৯৭ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। বুধবার (১৪ জুন) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৫৮.৯০ টাকায়।