জানুয়ারি ২২, ২০২৫

বাসায় ফিরেছেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার তার পরিবার সূত্রে জানা গেছে, ফারুকীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সোমবার বিকালে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে।

কয়েক দিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাকে রাখা হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তারপর শারীরিক অবস্থার উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হয়। এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। তাকে বাসায় নিয়ে আসা হয়েছে।

এর আগে ফারুকীর অসুস্থতা নিয়ে তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন।

২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। তাদের একমাত্র সন্তানের নাম ইলহাম নুসরাত ফারুকী।

প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন ফারুকী। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তার ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেখানে অভিনয় করেছেন তিনি। ফারুকীর নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ দর্শকপ্রিয়তা লাভ করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...