ডিসেম্বর ২২, ২০২৪

হজ্ব এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাবের বার্ষিক সাধারণ সভা- এজিএম স্থগিতই থাকবে। একইসাথে সরকারের নিয়োগ করা প্রশাসক বহাল থাকবেন। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হাবের এজিএম স্থগিতের আদেশ দেন। ১৫ অক্টোবর বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিক ও কয়েকটি এজেন্সির স্বত্বাধিকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এক অফিস আদেশে হাবে প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

হাবের উদ্যোগে ১৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রশাসক নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে হাইকোর্টে রিট করে হাব। রিটের শুনানি নিয়ে গত সপ্তাহে প্রশাসক নিয়োগের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।

এর বিরুদ্ধে আপিল করে বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিক। এদিকে সম্প্রতি সাধারণ সভার তারিখ ঘোষণা করে হাব। পরে এর বিরুদ্ধে চেম্বার আদালতে সম্পূরক আবেদন করা হয়। আবেদনের শুনানি নিয়ে সাধারণ সভা স্থগিত করেন চেম্বার আদালত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...