![](https://thebiz24.com/wp-content/uploads/2023/12/14-8.jpg)
![](https://thebiz24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার রেকর্ড ভেঙে দিলেন তরুণ ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান।
বৃহস্পতিবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ওয়ানডে আসরে মধ্যাঞ্চলের বিপক্ষে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করে মাশরাফির রেকর্ড ভাঙেন সোহান।
এর আগে ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে কলবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ধামমন্ডির বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন মাশরাফি।
রেকর্ডময় দিনে হাবিবুর খেলেন ৬১ বলে ১১৭ রানের ইনিংস। তাতে মধ্যাঞ্চলের ২০১ রান স্রেফ ২৪.৪ ওভারে টপকে ৮ উইকেটে জিতে যায় উত্তরাঞ্চল।
১১৭ রানের মধ্যে ৯০ রানই বাউন্ডারি থেকে তুলেছেন সোহান। মেরেছেন ৯টি করে চার-ছক্কা।
এদিন শহিদুল ইসলামের তোপে মধ্যাঞ্চলকে ২০১ রানে আটকে সহজ রান তাড়ায় সোহানের তাণ্ডবে ফাইনালে উঠে যায় উত্তরাঞ্চল।