জানুয়ারি ৮, ২০২৫

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিম ইকবালকে বিশ্বকাপের দলে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান নির্বাচককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এ নোটিশ পাঠান। সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নোটিশে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেলের মাধ্যমে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, হাথুরুসিংহে একজন অযোগ্য কোচ, যে কিনা নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছেন। যার ওয়ানডে খেলার অভিজ্ঞতা মাত্র ৩৫টি। গড় ছিল মাত্র ২০.৯০। বাংলাদেশের কোচ হওয়ার আগে অন্য কোনো দেশের পূর্ণাঙ্গ কোচ হওয়ার অভিজ্ঞতাও ছিল না তার। তাকে বাংলাদেশের হেড কোচ করা হয়েছে হয়তো কোনো মহলের কমিশনের স্বার্থ উদ্ধারের জন্য এবং দেশের ক্রিকেটকে শেষ করার জন্য।

এর আগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। ১৫ সদস্যের এই স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আরও এক চমক লাল-সবুজের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এদিন রাত ৮টা ১৬ মিনিটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এক ভিডিও পোস্ট করে এই স্কোয়াড ঘোষণা করা হয়। এ সময় টাইগারদের বিশ্বকাপ জার্সিও উন্মোচন করা হয়। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন এই দলে ওপেনিংয়ে সুযোগ মিলেছে তানজিদ হাসান তামিমের।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। সকালে ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, ভিডিওবার্তার মাধ্যমে গত কয়েক দিনে ঘটে যাওয়া সবকিছু জানাবেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...