ডিসেম্বর ২২, ২০২৪

প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের পথ ধরে দু’বছর আগে হলিউডে নাম লেখালেও হিন্দি সিনেমার নায়িকা আলিয়া ভাট সেই যাত্রাকে ‘এগিয়ে নিতে পারছেন না’।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এক সন্তানের জননী আলিয়ার হাতে আগের মতো আর ‘অঢেল সময় নেই’।

সম্প্রতি এক অনুষ্ঠানে ননদ কারিনা কাপুরের সঙ্গে কথোপকথনে আলিয়া বলেন, যখন তখন হলিউডে কাজ করতে চলে যাওয়া এখন আর তার পক্ষে ‘সম্ভব নয়’।

২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় আলিয়া অভিনীত হলিউডি সিনেমা ‘হার্ট অব স্টোন’। এ সিনেমার শুটিং যখন চলছিল, তখন অন্তঃসত্ত্বা ছিলেন নায়িকা। সন্তান জন্মের পর ক্যারিয়ারে তেমন একটা বিরতি না নিলেও আলিয়ার হলিউডের কাজ নিয়ে নতুন কোনো খবর আসেনি।

আলিয়া বলেন, আমি যে এ বিষয়ে ভাবছি না, তেমন নয়। তবে এটা সময়ের ওপর নির্ভর করে। এই মুহূর্তে ব্যাগ গুছিয়ে তিন চার মাসের জন্য শুটিংয়ে চলে যাওয়াটা কঠিন। এখন আর দীর্ঘদিন বাইরে থাকতে পারি না।

প্রস্তাব পেলে কী করবেন জানতে চাইলে আলিয়া বলেন, চিত্রনাট্য এবং সময়ের ওপর নির্ভর করবে কাজটা করব কী না। ঝোঁকের মাথায় কোনো কাজ করব না। ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে ভেবেচিন্তে এগোতে হবে।

আলিয়া এবং অভিনেতা রাণবীর কাপুরের মেয়ে রাহা কাপুরের দেখাশোনা করার জন্য ন্যানি থাকলেও মেয়ের কাজ এই দম্পতি পুরোপুরি অন্য কারো ওপর ছাড়েন না।

এর আগে রাণবীর জানিয়েছিলেন, তারা দুজনে কখনো একসঙ্গে কাজে বাইরে যান না। একজন কাজে গেলে অন্যজন মেয়ের কাছে থাকার চেষ্টা করেন।

ওই প্রসঙ্গ তুলে করিনা মজা করে আলিয়াকে বলেন, রাণবীর নিশ্চয় খুব খুশি মনে বাড়িতে থেকে যাবে, যদি আলিয়া কাজে যায়।

এ কথায় সম্মতি জানান আলিয়াও।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...