নভেম্বর ১৬, ২০২৪

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আজ (সোমবার) ভোরে ইসরাইল গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ইসলামি জিহাদ আন্দোলনের যে সমস্ত কমান্ডারকে হত্যা করেছে তার জন্য মূল্য দিতে হবে।

তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনের কমান্ডারদেরকে হত্যা করে দখলদার ইসরাইল তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বরং আরো বেশি প্রতিরোধ যুদ্ধের মুখে পড়বে।

গত সপ্তাহে ইসরাইলের কারাগারে জিহাদ আন্দোলনের অন্যতম নেতা খাদের আদনান দীর্ঘ ৮৭ দিন অনশন করে মৃত্যু হয়। এর প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসলামি জিহাদ আন্দোলন ইসরাইল অভিমুখে প্রায় ১০০ রকেট ছোঁড়ে। এরপর ইসরাইল আজ এই হত্যাকাণ্ড চালালো।

ইসরাইলের বিমান হামলায় ইসলামি জিহাদ আন্দোলনের তিন শীর্ষ কমান্ডার ও তাদের পরিবারের সদস্যরা নিহত হন। আজকের হামলায় মোট ১৩ জন ফিলিস্তিনি নিহত এবং বিশ জন আহত হয়েছেন। গাজার রাফা এবং খান ইউনুস শহরে এসব হামলা চালানো হয়। খবর- পার্সটুডে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...