জানুয়ারি ১০, ২০২৫

ভয়ে-আতঙ্কে সচিবালয় থেকে বের হয়ে যাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দুপুর ১২টার কিছু আগে থেকে কর্মকর্তা-কর্মচারীরা বের হতে শুরু করেন। সবাই এক সঙ্গে বের হতে গিয়ে সচিবালয়ের ভেতরে ও গেটে যানজটের সৃষ্টি হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায়, সচিবালায় থেকে বের হয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে চলে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...