ডিসেম্বর ২৩, ২০২৪

স্পর্শ’ চলচ্চিত্রটি নিয়ে শনিবার (১২ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হবেন ঋতুপর্ণা-নিরব। এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন এই অভিনেত্রী।
বাংলাদেশের অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন ওপার বাংলার নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা। এবার যৌথ প্রযোজনার সিনেমায় তাকে ফের দেখা যাবে।

স্পর্শ’ নামের এই সিনেমাটি বাংলাদেশ থেকে পরিচালনা ও প্রযোজনা করবেন অনন্য মামুন। কলকাতায় এর দায়িত্বে আছেন অভিনন্দন দত্ত। এতে ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের নিরব।

উল্লেখ্য, বাংলাদেশে ‘সাগরিকা’, ‘স্বামী ছিনতাই’, ‘রাঙা বউ’, ‘একটি সিনেমার গল্প’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন ঋতুপর্ণা। বাংলাদেশের ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও কলকাতার ‘রোল ক্যামেরা অ্যাকশন’ প্রযোজনায় ‘স্পর্শ’ সিনেমাটিতে ঋতুপর্ণার পাশাপাশি আরও অভিনয় করছেন কলকাতার খরাজ মুখার্জি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...