জানুয়ারি ১০, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত বিভিন্ন প্রতিষ্ঠান রেকর্ড ডেটের আগে আগামী বৃহস্পতিবার (২৩ মে) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি।

আজ মঙ্গলবার (২১ মে) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি, ম্যারিকো বাংলাদেশ, প্রগতি ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী রবিবার (২৬ মে)। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ মে।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...