ডিসেম্বর ২৩, ২০২৪

রেকর্ড ডেটের কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার আগামীকাল মঙ্গলবার ৭ নভেম্বর ব্লক মার্কেটে যাচ্ছে।

কোম্পানিগুলো হচ্ছে, ডরিন পাওয়ার জেনারেশন্‌স এন্ড সিস্টেম, দি পেনিনসুলা চিটাগং ও আর. এন. স্পিনিং মিলস্‌ লিমিটেড।
আজ মঙ্গলবার ৭ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ডরিন পাওয়ার জেনারেশন্‌স এন্ড সিস্টেম ও দি পেনিনসুলা চিটাগংয়ের লেনদেন স্পট মার্কেটে শেষ হবে আগামী ৮ নভেম্বর, বুধবার আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ নভেম্বর, বৃহস্পতিবার।

আর. এন. স্পিনিং মিলস্‌ জেড ক্যাটাগরির হওয়ায় কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ৯ নভেম্বর, বৃহস্পতিবার আর কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর, রবিবার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...