নভেম্বর ১৪, ২০২৪

পশ্চিমা বিশ্ব যখন ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নিয়ে সামরিক সহযোগিতা দিচ্ছে তখন গাজায় হামলা বন্ধে সৌদি আরব আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার সংঘাত বন্ধে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

ইরানের সরকারি বার্তা সংস্থা বলেছে, রাইসি ও সৌদি যুবরাজ ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ প্রয়োজন’ বলে টেলিফোনে আলোচনা করেছেন।

সৌদি যুবরাজ নিশ্চিত করেছেন যে, ‘চলমান উত্তেজনা বন্ধ করার জন্য সব আন্তর্জাতিক এবং আঞ্চলিক পক্ষের সাথে যোগাযোগের জন্য সম্ভাব্য সব প্রচেষ্টা চালানো হচ্ছে।’

তিনি বেসামরিক নাগরিকদের যেকোনও উপায়ে টার্গেট করার বিপক্ষে সৌদি আরবের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...