ডিসেম্বর ২৫, ২০২৪

সৌদি আরবের আল হাসা শহরে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন নাটোর জেলার বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে আরও ২ বাংলাদেশি আহত হয়েছেন। তারা হুফুফের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মরদেহও একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শুক্রবার রাতে সৌদির পূর্বাঞ্চলীয় আল হাসা শহরের হুফুফের শিল্প এলাকার একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মৃতরা হলেন- আরিফ মো. সাহাদাত, বারেক সরদার, মো. শাকিল প্রামাণিক, সাইফুল ইসলাম, রুমান প্রামাণিক, ফিরুজ সরদার আলী ও মো. রব হোসাইন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে দ্রুত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

আগুন লাগার কারণ জানা যায়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...