অক্টোবর ৮, ২০২৪

বিজ ডেস্ক

বিবৃতিতে বলা হয়েছে, প্রথম বিস্ফোরণটি মন্ত্রণালয়কে লক্ষ্য করে করা হয়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে যখন অ্যাম্বুলেন্স আসে এবং লোকেরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য জড়ো হয়।

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ে রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মোগাদিসুর শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে শনিবার দুটি গাড়ি বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। প্রথম বিস্ফোরণটি মন্ত্রণালয়কে লক্ষ্য করে করা হয়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে যখন অ্যাম্বুলেন্স আসে এবং লোকেজন ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য জড়ো হয়।

দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘যারা হত্যার শিকার হয়েছে তাদের মধ্যে মা ও তাদের কোলের শিশুরাও রয়েছে। অসুস্থ বাবা এমনকি শিক্ষার্থী ও ব্যবসায়ীরাও রয়েছেন।’

এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ নেয়নি। তবে এ বোমা হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠী আল সাবাবকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট।

একই স্থানে একই মাসে আরেকটি বড় বিস্ফোরণ হয় ২০১৭ সালে। সে সময় ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *