জানুয়ারি ১০, ২০২৫

দেশের বাজারে সোনার দাম আরও বেড়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরির দাম সর্বোচ্চ ১ হাজার ৮৩২ টাকা বাড়ানো হয়েছে।

শ‌নিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার থে‌কে নতুন দর কার্যকর হ‌বে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে এক লাখ ১৭ হাজার ২৮২ টাকা।

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ধরা হয়েছে ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা।

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৯৫ হাজার ৯৬০ টাকা।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৩৩৯ টাকা।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা অপরিবর্তিত রয়েছে।

দেশে বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী সোনার বাজার। তবে কয়েক দফার বাড়ার পর এপ্রিলের শেষ দিকে ও মে মাসের শুরুতে দুই সপ্তাহে টানা ৮ দফা কমানো হয় সোনার দাম। তবে এরপর ফের কয়েক দফা বাড়ানো হলো সোনার দাম।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...