ডিসেম্বর ২৪, ২০২৪

বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজার পতন প্রবণতায় পাড় করেছে। সপ্তাহটিতে প্রধান প্রধান সূচক কমেছে। সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আর সপ্তাহটিতে শেয়ারবাজারে সাড়ে চারশত কোটি টাকা বাজার মূলধন বেড়েছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৮৪ হাজার ৬৮ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৩৯১ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৮৪ হাজার ৫২৮ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার ১৬৭ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪৫৯ কোটি ৭৯ লাখ ১৯ হাজার ৭৭৬ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে ডিএসইতে টাকার পরিমাণে লেনেদেন হয়েছে দুই হাজার ১৯৫ কোটি ২৩ লাখ টাকার। আগের সপ্তাহের ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৮৩৫ কোটি ৩০ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৩৫৯ কোটি ৯৩ লাখ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৭.৯৩ পয়েন্ট ক ম দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৭.৯০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৩৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে একহাজার ৩৬৯.১৮ পয়েন্টে এবং দুইহাজার ১৩৩.৭৪ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৭৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির বা ১৮.৫২ শতাংশের, দর কমেছে ৭৯টির বা ২০.৯০ শতাংশের এবং ২২৯টির বা ৬০.৫৮ শতাংশের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৬.৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএসআই ০.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৮.৯৩ পয়েন্টে। তবে সিএসসিএক্স ০.৮৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৭.০৪ পয়েন্ট এবং সিএসই-৫০ সূচক ০.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১০৯.৭৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৬.২৬ পয়েন্টে এবং একহাজার ৩০৭.৩০ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ৬৫৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার ২৩৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯০ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৬৪২ টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৬৩ কোটি ৩৪ লাখ ৩৪ হাজার ৫৯৪ টাকা।

সপ্তাহটিতে সিএসইতে ২২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৫১টির বা ২২.২৭ শতাংশের, দর কমেছে ৬৩টির বা ২৭.৫১ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১১৫টির বা ৫০.২২ শতাংশ কোম্পানির।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...