ডিসেম্বর ২৩, ২০২৪

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে প্রথম দুই কার্যদিবস সূচক কমেছে। তবে পরের তিন কার্যদিবস বেড়েছে সূচক। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, বিদায়ী সপ্তাহে সব সূচক বেড়েছে শেয়ারবাজারে। সূচক বাড়লেও সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। আর যে সংখ্যক কোম্পানির শেয়ার দর বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যকের দর কমেছে। সপ্তাহটিতে বাজার মূলধন চারশত কোটি টাকা বেড়েছে।

কোনোভাবেই স্থিতিশীল হচ্ছে না দেশের শেয়ারবাজার। আগের সপ্তাহের মতো বিদায়ী সপ্তাহও পতনে কাটিয়েছে দেশে শেয়ারবাজার।। সপ্তাহটিতে সব ধরণের সূচকই কমেছে। সূচকের সাথে বাজার মূলধনও কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৬ হাজার ৭৭৭ কোটি ১৭ লাখ ৮৪ হাজার ৮২২ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৭ হাজার ১৮৫ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪০৮ কোটি ৬২ লাখ ৯৮ হাজার ৪৬ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৩২০ কোটি ৬৬ লাখ টাকা কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৫ কোটি ০৪ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল দুই হাজার ৩৩৫ কোটি ৭০ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৭.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৯.৩৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৪৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৮.২৯ পয়েন্টে এবং দুইহাজার ১৪১.৫৪ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৬৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির বা ১৫.৩০ শতাংশের, দর কমেছে ৯১টির বা ২৪.৮৬ শতাংশের এবং ২১৯টির বা ৫৯.৮৪ শতাংশের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৩.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪৫.৫১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৮.২৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ২.২২৭ পয়েন্ট এবং সিএসআই ০.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৮৭.৩৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৭৭.০৭ পয়েন্টে, একহাজার ৩০৮.৫৮ পয়েন্টে এবং একহাজার ১৬৫.৭৫ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ১১০ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৯১৯ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪৩ কোটি ৯১ লাখ ০৫ হাজার ৯০৭ টাকা বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৬ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার ০১২ টাকা।

সপ্তাহটিতে সিএসইতে ২২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির বা ১৯.৩০ শতাংশের, দর কমেছে ৬৭টির বা ২৯.৩৮ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১১৭টির বা ৫১.৩২ শতাংশ কোম্পানির।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...