ডিসেম্বর ২৫, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। আহতরা হলেন- ধ্বজনগর গ্রামের আজম আলী ভূঁইয়া (৫৫) ও ইকবাল ভূঁইয়া (৪৫)।

মঙ্গলবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ বলেন, সকালে ওই ২ কৃষক সীমান্তের সীমারেখার পাশে গরু চড়াচ্ছিলেন। এ সময় আচমকা বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তারা গুলিবিদ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুলিবিদ্ধ ২ কৃষক এখন আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপর বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। বিকেলে এ বিষয়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...