জানুয়ারি ১১, ২০২৫

সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডারসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। সোমবার এ হামলার ঘটনা ঘটে।

লেবাননের নিরাপত্তা বাহিনীর সূত্রের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহত বিপ্লবী গার্ডের কমান্ডারের নাম মোহাম্মদ রেজা জাহেদি।

ইরানের কনস্যুলেটে হামলার বিষয়টি নিশ্চিত করেছে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।

রয়টার্স জানায়, দামেস্কের মেজ্জেহ জেলায় অবস্থিত ইরানের কনস্যুলেটে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালায় ইসরায়েল। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। জরুরি সেবা বিভাগের বেশ কিছু গাড়ি ঘটনাস্থলের পাশে দেখা গেছে।

এর আগে ইরানে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, কনস্যুলেটের পাশের একটি ভবনে হামলা হয়েছে। ইরানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, কনস্যুলেট ও রাষ্ট্রদূতের বাসভবন নিশানা করে এ হামলা চালানো হয়।

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...