জানুয়ারি ১১, ২০২৫

২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি। আগামী ৩ এপ্রিল (বুধবার) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

আজ সোমবার ( ১ এপ্রিল ) ঢাকা স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) থেকে জানা যায়।

সূত্র মতে, আগামী বুধবার বিদ্যমান এবং সম্ভাব্য বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গবেষকদের কাছে ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন তুলে ধরবে সিটি ব্যাংক পিএলসি। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবে সরাসরি সম্প্রচার করা হবে।

ডিএসইতে ১৯৮৬ সালে তালিকাভুক্ত সিটি ব্যাংক বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে। ডিএসইর তথ্য মতে, ডিসেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ২১ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...