ডিসেম্বর ২৩, ২০২৪

ভারতের প্রখ্যাত ব্যবসায়ী ও সাহারা ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুব্রত রায় মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়েছে। সাহারা ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে সুব্রত রায়ের বয়স হয়েছিল ৭৫ বছর।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই সুব্রত রায় ক্যানসার, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ডায়াবেটিক ছাড়াও হৃদযন্ত্রে সমস্যায় ভুগছিলেন। গত ১২ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৪৮ সালের ১০ জুন বিহারের আরারিয়াতে জন্মগ্রহণ করেন সুব্রত। গোরক্ষপুর টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। ১৯৭৬ সালে ধুকতে থাকা চিটফান্ড সংস্থা ‘সাহারা ফিনান্স’কে অধিগ্রহণ করেন। ১৯৭৮ সালে সেটি নাম বদলে হয় ‘সাহারা পরিবার’। তার হাত ধরেই আর্থিক প্রতিষ্ঠান, আবাসন শিল্প, সংবাদমাধ্যম এবং হোটেল ব্যবসা-সহ বিভিন্ন ক্ষেত্রে সাম্রাজ্য বিস্তার করেছিল সাহারা।

১৯৯২ সালে ‘রাষ্ট্রীয় সাহারা’ নামে হিন্দি সংবাদপত্রের সূচনা করেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...