জানুয়ারি ২২, ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে স্রেফ উড়ে যায় স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ২১৪ রানের বিশাল টার্গেট তাড়ায় ৩৬ ওভারে ৯৫ রানেই অলআউট হয়ে ১১৮ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

বাংলাদেশ নারী দলের এ পরাজয়ের ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করেছেন নাহিদ আক্তার। তিনি এদিন দুই উইকেট শিকারের মধ্য দিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুনকে টপকে যান।

বাংলাদেশ নারী দলের হয়ে এত দিন ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন সালমা খাতুন। এদিন তাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় উঠে যান নাহিদা। তিনি ৪১ ম্যাচে ৫৩ উইকেট শিকার করেন। সালমা খাতুন ৪৬ ম্যাচে ৫২ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে আছেন। আর ৫০ ম্যাচে ৫০ উইকেট শিকার করে তৃতীয় পজিশনে আছেন রুমানা আহমেদ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...