ডিসেম্বর ২৩, ২০২৪

বিজ রিপোর্ট

ঘূর্ণিঝড় সিত্রাং দেশের উপকূল অতিক্রমের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সারা দেশের সব নৌপথে নৌযান চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে নৌযান চলাচলে অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে নৌ চলাচলের অনুমতি দেয়া হয়েছে।’

যাত্রীবাহী ও পণ্যবাহী সব ধরনের নৌ চলাচলে আর বাধা নেই বলেও নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।

এর আগে সোমবার দেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

একই সঙ্গে বন্ধ রাখা হয় বিআইডব্লিউটিএ নিয়ন্ত্রণাধীন সব ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...