জানুয়ারি ১০, ২০২৫

দেশে বন্যা পরিস্থিতির অবনতির কারণে কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে একটি ট্রেনও ছেড়ে যায়নি।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মেহেদী হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্যা পরিস্থিতির অবনতির কারণে ফেনী ও কুমিল্লা অংশ পানির নিচে রয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে কক্সবাজার থেকে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। টিকিটের ভাড়া ফেরত দেওয়া হয়েছে।

এদিকে ট্রেন না ছাড়ায় রেলস্টেশনে ভিড় করছেন পর্যটক ও যাত্রীরা। কোনো ধরনের ট্রেন ছাড়েনি। দুপুরের পর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার কথা থাকলেও পরে ছাড়েনি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাচ্ছে।

এক পর্যটক জানান, দুর্যোগের কারণে ট্রেন ও বাস চলাচল বন্ধ। আজকে অবশ্যই ঢাকায় ফেরা লাগবে। এখন কী করবো। টাকাও শেষ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...