জানুয়ারি ১৫, ২০২৫

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তার পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিএফআইইউ এ ব্যাপারে নির্দেশনা দিয়ে দেশের প্রতিটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে , ব্যাংকগুলোকে মহিবুল হাসান চৌধুরী, তার স্ত্রী এমা ক্লারা বাটন ও তাদের দুই সন্তান নীনা এমিলি ফাওজিয়া চৌধুরী ও হান্না শ্রেয়া এনী চৌধুরীর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করতে বলা হয়েছে।

এর পাশাপাশি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে নওফেল ও তার পরিবারের বাকি সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য বিএফআইইউর কাছে জমা দেয়ার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা-মন্ত্রীদের অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বিএফআইইউ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...