জানুয়ারি ২২, ২০২৫

চরিত্রের প্রয়োজনে নিত্যনতুন লুকে ধরা দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। পর্দায় কখনও তাঁকে দেখা গেছে সংগ্রামী কালো নারীর চরিত্রে। আবার কখনও রহস্যে ভরপুর থ্রিলারে পুলিশ কিংবা শহরের চিরায়িত টমবয় রূপে। এবার আবারও নতুন রূপে ভক্তদের চমকে দিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে দুটি স্থিরচিত্র। যেখানে অভিনেত্রীকে দেখা গেছে, ময়লা জামা-কাপড়ে ফুটপাতে থালা নিয়ে বসে আছেন। মাথাভর্তি কাঁচা-পাকা এলোমেলো চুল। তাঁর চোখে-মুখে বিষণ্ণতা। দেখে বোঝার উপায় নেই এই সেই সাবিলা নূর!

খোঁজ নিয়ে জানা গেছে, ‘দূষিত এ শহরে’ শিরোনামের একটি নাটকের শুটিংয়ে এই বেশে হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী। ঢাকা শহরের একজন পরিচ্ছন্নতাকর্মীর চরিত্রে। সম্প্রতি শুটিং সম্পন্ন হয়েছে নাটকটির। যেখানে নারীর দৃষ্টিকোণ থেকে শহরের পরিচ্ছন্নতাকর্মীদের সংগ্রাম তুলে ধরা হয়েছে গল্পে।

নাটকটি লিখেছেন আহমেদ তাওকীর। পরিচালনা করেছেন অনন্য ইমন। এতে সাবিলার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ। আরও রয়েছেন সিয়াম নাসির, শরিফ সিরাজ ও টুনটুনি। শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...