ডিসেম্বর ২৩, ২০২৪

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৬.৮৪ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪৬ কোটি ৩১ লাখ ১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা।

মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১২ দশমিক ৯৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২২ কোটি ২৮ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সী ফুড, ওরিয়ন ইনফিউশন, সী পার্ল বীচ রিসার্ট অ্যান্ড স্পা, ফাইন ফুডস, সোনালী পেপার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...