ডিসেম্বর ২২, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে। আসন্ন জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি দেশের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন সংসদ সদস্য হলেও তিনি খেলা চালিয়ে যাবেন।

১৩ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পিএসএলের নবম আসরে খেলার জন্য নাম পাঠিয়েছেন সাকিব।

বাংলাদেশ দলের এই অধিনায়কসহ ২৫৪জন বিদেশি খেলোয়াড় পিএসএলের নিলামে নিবন্ধন করেছেন। আগামী ১৩ ডিসেম্বর লাহোরে হবে পিএসএলের নিলাম। নিলামে থাকা খেলোয়াড়দের তালিকা আজ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নিবন্ধিত খেলোয়াড়দের মধ্যে ২০জন তারকা জায়গা পেয়েছেন সর্বোচ্চ ক্যাটাগরী প্ল্যাটিনামে। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান, ইংল্যান্ডের তারকা ওপেনার অ্যালেক্স হেলস, আফগানিস্তানের তারকা ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই ও স্পিনার মুজিব উর রহমান,

প্ল্যাটিনাম ক্যাটাগরীতে আরো আছে- ডেভিড উইজ, সিকান্দার রাজা, কলিন মুনরো, জেমস ভিন্স, রিশি ভেন ডার ডুসেনের মতো তারকারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...