আগস্ট ১৮, ২০২৫

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির আলোচিত সাংবাদিক দম্পতি হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রুপা এবং তাদের এক কন্যাকে আটক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ। আজ বুধবার (২১ আগস্ট) ভোরে তাদের আটক করা হয়।

দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবির সূত্রটি বলছে, আজ বুধবার সকাল ছয়টা ২০ মিনিটে তাদের ইস্তাম্বুল হয়ে প্যারিসের উদ্দেশে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (টিকে-৭১৩) ঢাকা ত্যাগ করার কথা ছিল। কিন্তু, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের করা শাহবাগ থানায় মামলা থাকার কারণে তাদের বহির্গমণ ছাড়পত্র দেওয়া হয়নি।

সূত্রটি বলছে, পরবর্তীতে সকাল ৮টা ১০ মিনিটের দিকে জিজ্ঞেসাবাদের জন্যে শাকিল ও ফারজানা রুপাকে এএসপি মিরাজের নেতৃত্বে ডিবির একটি দল তাদের ডিবির কার্যালয়ে নিয়ে যান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...